রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৫



কবে?
যীনাত

আমার বন্ধু বড় হবে কবে?
কবে ছুঁড়ে ফেলে দেবে
তার বড় বড় কষ্টগুলোকে?
কবে নিকষ কালো হতাশাকে
মুছে দেবে,
সূর্যোদয়ের মোলায়েম আলো হয়ে
প্রাণ ফিরে পাবে?
আমার বন্ধু,
বড় হবে কবে?

আমার এতো এতো কাছের হাসিমুখগুলোর মাঝে
তার অনুপস্থিতি আমাকে ভাবায়
কবে বুঝবে সে?
সমাজের দয়ায় পাওয়া সব আড্ডার মাঝেও
তার জন্য রেখে দেয়া ভালোবাসায় ঘাটতি পড়েনি
কবে জানবে সে?

আমার বন্ধু অভিমান ভুলে
হেসে উঠবে কবে?
জীবনের উঁচুনিচু পথে হাত ছেড়ে দেবার অপরাধ
ক্ষমা করে দেবে?
আঘাতে আঘাতে তাকে মজবুত হতে দেব বলে
বিদায় দিয়েছি,
সেকথা বুঝবে সে;
কবে?

আমার বন্ধু বড় হবে কবে?
ভালবাসা পাবে,
আর ভালবাসা দেবে,
অভিমান মুছে - আলো ছড়াবে ;
আমার বন্ধুটি,
সে, বড় হবে কবে?

সাদা ডানায় ভর করে উড়ে উড়ে
কবে সে দেখবে দুচোখ ভরে
বন্ধুত্বের স্বর্গীয় রঙ?
কবে সে জানবে, হৃদয় কখনো ভাঙা যায় না,
একবার পাশে দাঁড়ালে সে স্থান কখনো খালি হয় না,
হাতে হাত রাখলে সে বন্ধন টিকে থাকে উষ্ণ হৃদয়ে,
পাঁচ আঙুলের অবর্তমানে তারা হারায় না।
কবে জানবে সে?
কবে বুঝবে?
আমার প্রাণের বন্ধুটি, বড় হবে কবে?

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৪

 

 

স্বীকারোক্তি

অনল দুহিতা 

 

কার অপরিহার্যতা আছে জীবনে
আর কে নিতান্তই তুচ্ছ,
তা নির্বাচনে বরাবর ভুল হয় আমার।
কেন যে মরিচিকার ঔজ্জ্বল্যে চোখে ধাঁধাঁ লাগে,
কেন যে চেনা হ্ণদয়ের নিরব প্রস্রবণ টের পাইনা,
কেন যে আগন্তুকেরা নিঃশ্বাসের মত আপন হয়ে ওঠে,
আর চেনা মানুষের হাত ছুটে যায় মাঝ রাস্তায়,
খেয়ালি হ্ণদয়ে সে ফোঁকর ধরা দেয়না...

তোমাদের চুপচাপ প্রস্থান টের পাই,
অতটুকু বুঝতে পারি বটে!
কিন্তু চোখ তুলে ডাকবো,
মুখ ফুটে বলবো, ‘অবিযুক্তই থাকি না!’
তা আর হয়ে ওঠে না...।
কেউ আমাকে বাঁধতে পারেনি,
আমিও বাঁধিনি কাউকে।
বাধা পড়ার মত সভ্য যে আর হওয়া হলনা!
তাই প্রস্থান হাসিমুখে মেনে নিই।
মানব হ্ণদয়গুলো থেকে সামলে রাখি নিজেকে।
তোমাদের হ্ণদয়ের ক্ষত আর বড় না হোক,
দীর্ঘশ্বাসগুলো আর ভারী না হোক,
হঠাৎ-এর মুখোমুখিতে ফের অভিমান না জমুক,
তাইতো এ প্রচ্ছন্ন দুরত্ব!

আমার বুকে হাত রেখে স্পন্দনের গতি বুঝতে চেয়োনা।
ভাবলেশহীন চোখে চোখ রেখে ভেতরটা পড়তে যেয়োনা।
ওখানে যে কি ভয়ানক অমাবশ্যা এখন!!

অনন্য

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

`Ashura

Photo: Tormod Ulsberg
The 10th day of Muharram
This Monday (11/03) will insha’Allah mark the 10th day of Muharram, the day of `Ashura. The Prophet ﷺ (peace be upon him) said about `Ashura:
صيام يوم عاشوراء، إني أحتسب على الله أن يكفر السنة التي قبله
“For fasting the day of `Ashura I hope Allah will expiate [sins] thereby for the year that came before it.” (Muslim)
The reason for fasting `Ashura is because this was the day that Allah saved Musa (`alayhi assalam) and the children of Israel from Pharoah, and the Jews at the time of the Prophet ﷺ would fast this day for this reason too (Bukhari).
Ibn `Abbas also quoted the Prophet ﷺ as saying, “If I live next year, I shall also fast on the 9th day,” (Musnad Ahmad). This is in order to distinguish the Muslim practices from the Jewish ones (Tirmidhi). An-Nawawi also mentioned that one of the reasons for fasting the 9th day is as a precaution because of the possibility of error when sighting the new moon. However, it is still permissible to only fast on the 10th day.
It should not be forced on one to fast it, because the Prophet ﷺ said: “Concerning the day of `Ashura, it is not obligatory upon you to fast on it as I do. Whoever wishes may fast and whoever does not wish to is not obliged to do so,” (Bukhari and Muslim). Although who of us doesn’t want all their minor sins expiated?
Please remember to pray for our brothers and sisters all over the world. May Allah accept the fasts and du`a’ of all those who choose to fast. Ameen.