১)
এসো,
কষ্টগুলো মুছবে চলো,
তিনি যে ডাকছেন তোমায়,
দ্বার এখনো খোলা আছে
তোমার প্রতীক্ষায়।
এসো...
এসো,
কষ্টগুলো মুছবে চলো,
তিনি যে ডাকছেন তোমায়,
দ্বার এখনো খোলা আছে
তোমার প্রতীক্ষায়।
এসো...
২)
আল্লাহ, যদি কোনদিন আমি আমার আশা আর লক্ষ্য হারিয়ে ফেলি, তাহলে আমায় সেই আত্মবিশ্বাস জাগিয়ো যে আমার তাকদীরে তুমি এমন ভালো কিছু লিখে রেখেছো যা আমি স্বপ্নকেও হার মানায়...
৩)
একটা মানুষ কীভাবে পারে জীবনে এত বই পড়তে? অবাক হই..... খুব হিংসে হয়...খুউউউব।
আর এই তুচ্ছের পড়ার তালিকায় হুমায়ুন, কিছু জাফর ইকবাল, ছোটবেলায় পড়া টিনটিন, চাচা চৌধুরী, বিল্লু, নন্টে ফন্টের মতো কমিকস ছাড়া আর কিছুই নেই। আমারো তো পড়ার নেশা ছিলো; এলোমেলো সব ব্যস্ততার মাঝে কোথায় তা হারিয়ে গেল...
অনেক কিছু করা বাকি এখনো, অনেক কিছু। সময় নষ্ট করার মতো সময়টাও হাতে নেই.....
একটা মানুষ কীভাবে পারে জীবনে এত বই পড়তে? অবাক হই..... খুব হিংসে হয়...খুউউউব।
আর এই তুচ্ছের পড়ার তালিকায় হুমায়ুন, কিছু জাফর ইকবাল, ছোটবেলায় পড়া টিনটিন, চাচা চৌধুরী, বিল্লু, নন্টে ফন্টের মতো কমিকস ছাড়া আর কিছুই নেই। আমারো তো পড়ার নেশা ছিলো; এলোমেলো সব ব্যস্ততার মাঝে কোথায় তা হারিয়ে গেল...
অনেক কিছু করা বাকি এখনো, অনেক কিছু। সময় নষ্ট করার মতো সময়টাও হাতে নেই.....
৪)
কুয়াশার মাঝে আমি হারিয়ে গেলাম,
আর তুমি আমায় পথ দেখালে।
প্রতিটি মুহূর্ত সাথে থেকো মোর,
ভুলি না তোমায় যেন বেখেয়ালে।
৫)
ভাগ্য হলো একটি লিফট আর পরিশ্রম সিঁড়ির ধাপগুলোর মতো। অনেক সময় লিফট হয়তো বা কাজ নাও করতে পারে; কিন্তু সিঁড়ির প্রতিটি ধাপ আপনাকে ধীরে ধীরে শীর্ষে নিয়ে যাবে।
৬)
যেখানে আমাদের ইসলামে পূর্ণরূপে প্রবেশের জন্য চেষ্টা করার কথা ছিল, সেখানে আমরা ইসলামকে জীবনের মধ্যে ছোট একটি অংশ বানিয়ে তুলে রেখেছি।
৭)
আশেপাশে কেউ না থাকার মানেই কি নিঃসঙ্গতা? আমারো তো কত মানুষের মাঝে থেকেও নিজেকে একা মনে হয়েছে।
আশেপাশে কেউ না থাকার মানেই কি নিঃসঙ্গতা? আমারো তো কত মানুষের মাঝে থেকেও নিজেকে একা মনে হয়েছে।
৮)
এখন যেই মাটির ওপর দিয়ে হেটে যাচ্ছি সেই মাটিই একদিন আমার ওপরে অবস্থান করবে। তা সরানোর জন্যে এক বিন্দু শক্তিও এ দেহে থাকবে না। অদ্ভুত, তাইনা?
৯)
মনকে নরম করার অন্যতম উপায় হতে পারে গরীব আর বৃদ্ধ মানুষগুলোর সাথে কিছু সময় কাটানো।
মনকে নরম করার অন্যতম উপায় হতে পারে গরীব আর বৃদ্ধ মানুষগুলোর সাথে কিছু সময় কাটানো।
১০)
আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মৃত্যুর পর কিছু মানুষ আমাকে নিয়ে আসলেই কী ভাবে তা জানার। জীবনে হয়তো এই একটা চাওয়াই অপূর্ণ রয়ে যায়।
আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মৃত্যুর পর কিছু মানুষ আমাকে নিয়ে আসলেই কী ভাবে তা জানার। জীবনে হয়তো এই একটা চাওয়াই অপূর্ণ রয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন