বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫

টুকরো অনুবাদ #১



 "জ্ঞান অন্বেষণের প্রথম ধাপ নীরবতা, দ্বিতীয় হলো শোনা, তৃতীয় আত্মস্থ করা, চতুর্থ ধাপ চর্চা এবং সর্বশেষ হলো তা অন্যকে শিক্ষা দেওয়া।"
- সলোমন ইবন গাবিরল

"আমার বন্ধু তো সে-ই, যে গোপনে আমার ভুলগুলো শুধরে দেয়।"
- সলোমন ইবন গাবিরল

"বন্ধু তিন রকমের হয়ঃ প্রথম ধরনেরা খাদ্যের মতো, যাদের ছাড়া আপনি থাকতে পারেন না; দ্বিতীয়রা ঔষধের মতো, যাদেরকে আপনার মাঝেমধ্যে প্রয়োজন হয়; আর তৃতীয়রা আপনার কাছে ব্যাধির ন্যায়, যাদের আপনি কখনো চান না।"
- সলোমন ইবন গাবিরল

"এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, "সুন্দর আচরণ কী?"
তিনি জবাবে বলেছিলেন, "উদ্ধতদের সাথে ধৈর্যধারণ করা।" "
- সলোমন ইবন গাবিরল

"একজন মানুষের মন তার লেখার মাঝে লুকায়িত থাকে; সমালোচনা তা আলোয় নিয়ে আসে।"
- সলোমন ইবন গাবিরল

"জ্ঞানী মানুষের প্রশ্নের মাঝেই অর্ধেক উত্তর লুকিয়ে থাকে।"
- সলোমন ইবন গাবিরল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন