১১)
আমি তো শিখেছি ক্ষমা করতে আর আক্রোশ ধরে না রাখতে।
১২)
যদি আপনি কোন বন্ধু খুঁজে না পান কিন্তু আল্লাহর সাথে আপনার হৃদয় যুক্ত থাকে তাহলে আপনি একা নন। আর আপনি যদি আল্লাহর থেকে বিচ্ছিন্ন রয়ে যান তবে শত বন্ধু থেকেও আপনি নিঃসঙ্গ, আপনি একা।
১৩)
যারা একই কষ্টের ভেতর দিয়ে গেছে, তাদের মাঝে তো কোন ঘৃণা থাকতে পারে না।
১৪)
মুমূর্ষু মানুষগুলোর পাশে কিছু সময় কাটিয়ে দেখুন, তাদের অসহায়ত্ব দেখার পর নিজের কোন ব্যাপারে আর অভিযোগ করার ইচ্ছা জাগবে না।
১৫)
শুধু মুখে "ভালোবাসি" বলার ভেতর কোন মাহাত্ম্য নেই যদি আপনি তার জন্য কাজ না করে যান।
১৬)
পরিবর্তন ছাড়া আক্ষেপ অর্থহীন।
১৭)
মুখ তখনই খুলুন যদি আপনি যা বলবেন তা নীরবতার চেয়ে বেশি সুন্দর হয়।
১৮)
খেলা শেষে রাজা, মন্ত্রী, বোড়ে সব একই বাক্সে ফিরে যায়...
১৯)
মাঝে মাঝে সবকিছু থেকে দূরে গিয়ে কেবলই নিজের সঙ্গ উপভোগ করা প্রয়োজন।
২০)
ভালো কোনো কাজের নিয়ত করার পরের চ্যালেঞ্জ হলো কাজটি প্রথমবারের মতো শুরু করা। আর তার পরের বড় চ্যালেঞ্জটি হলো কাজটির ধারাবাহিকতা বজায় রাখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন