২। আপনি আরবি ভাষা না বুঝে থাকলে কুরআনের একটি নির্ভরযোগ্য অনুবাদ ব্যবহার করুন।
৩। কখনো একটি আয়াতকে অন্যান্য আয়াত এবং সেই বিষয়ক হাদিস থেকে বিচ্ছিন্ন করে অধ্যয়ন করবেন না।
৪। রাসুল (স.) ও সাহাবিগণের ব্যাখ্যাকে অগ্রাধিকার দিন।
৫। কোন আয়াত বা সুরা নাযিলের পেছনে কোন বিশেষ কারন বা ঘটনা থাকলে সেদিকে খেয়াল রাখুন এবং তার প্রাসঙ্গিকতা উপলব্ধি করার চেষ্টা করুন।
৬। ফিকহ ও আকীদা সম্পর্কিত আয়াতসমূহ সবসময় একজন আলিমের সাথে বসে স্পষ্ট করে নিন।
৭। কুরআনকে আরো গভীরভাবে বোঝার জন্য এর নীতি/তত্ত্বসমুহের বিষয়ে জ্ঞান অর্জন করুন।
[মূল লেখাঃ http://myummah.co.za/ ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন