রবিবার, ১১ অক্টোবর, ২০১৫

অনুপ্রেরণা - ১




পুরনো সব কষ্টগুলো মনের মধ্যে রেখে দেবেন না। কিছু কষ্ট মুছে নতুন সুখ আসার জন্য জায়গা করে দিন।

অতীতের মাঝে পড়ে থাকবেন না, প্রতিটি দিন নতুন করে শুরু করুন। যেই মুহূর্তগুলো আপনি এখন পার করছেন সেগুলো মিলেই তো আপনার জীবন। অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তায় অমূল্য এই বর্তমানকে নষ্ট করবেন না।

নিরাশ হবেন না। চেষ্টা চালিয়ে যান। আল্লাহকে বিশ্বাস করে থাকলে এ জীবনে আপনি যত কষ্টই ভোগ করুন না কেন, বিচারদিনে সব কষ্টের প্রতিদান পাবেন। 

জীবনে সেই মানুষগুলোকে পাবার জন্যে দুআ করুন যারা আপনাকে গতকালের আপনি থেকে উন্নত হতে অনুপ্রেরণা যোগাবে।

আপনার জীবনে আসা প্রত্যেকটি মানুষের জন্যে আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞ হোন... এমনকি যারা আপনার হৃদয়ে কষ্টের দাগ রেখে গেছে তাঁদের জন্যেও। প্রতিটি অবস্থা থেকেই আপনি কিছু না কিছু শিখেছেন।

অতীতের বিষণ্ণতা অথবা আগামীদিনের শঙ্কায় আজকের শান্তিটুকু ম্লান করবেন না।

নিজেকে ভালবাসতে শিখুন। নিজের কাছে সৎ থাকুন। অন্যেরা আপনাকে সেভাবেই মূল্যায়ন করবে আপনি নিজেকে যেভাবে মূল্যায়ন করেন।

কেউ কেউ আপনার জীবনে রহমত হয়ে আসে; আর বাকিরা আসে শিক্ষা হিসেবে।

দুর্ঘটনা বলতে কিছু নেই। সবকিছুই আমাদের জীবনের জন্য শিক্ষা। প্রতিটি ঘটনার পেছনেই লুকিয়ে আছে কোন না কোন উদ্দেশ্য। 

চলে যেতে দেওয়া মানেই হার মানা নয়; এর মানে একাই সামনে এগিয়ে যেতে শেখা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন