রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৫



কবে?
যীনাত

আমার বন্ধু বড় হবে কবে?
কবে ছুঁড়ে ফেলে দেবে
তার বড় বড় কষ্টগুলোকে?
কবে নিকষ কালো হতাশাকে
মুছে দেবে,
সূর্যোদয়ের মোলায়েম আলো হয়ে
প্রাণ ফিরে পাবে?
আমার বন্ধু,
বড় হবে কবে?

আমার এতো এতো কাছের হাসিমুখগুলোর মাঝে
তার অনুপস্থিতি আমাকে ভাবায়
কবে বুঝবে সে?
সমাজের দয়ায় পাওয়া সব আড্ডার মাঝেও
তার জন্য রেখে দেয়া ভালোবাসায় ঘাটতি পড়েনি
কবে জানবে সে?

আমার বন্ধু অভিমান ভুলে
হেসে উঠবে কবে?
জীবনের উঁচুনিচু পথে হাত ছেড়ে দেবার অপরাধ
ক্ষমা করে দেবে?
আঘাতে আঘাতে তাকে মজবুত হতে দেব বলে
বিদায় দিয়েছি,
সেকথা বুঝবে সে;
কবে?

আমার বন্ধু বড় হবে কবে?
ভালবাসা পাবে,
আর ভালবাসা দেবে,
অভিমান মুছে - আলো ছড়াবে ;
আমার বন্ধুটি,
সে, বড় হবে কবে?

সাদা ডানায় ভর করে উড়ে উড়ে
কবে সে দেখবে দুচোখ ভরে
বন্ধুত্বের স্বর্গীয় রঙ?
কবে সে জানবে, হৃদয় কখনো ভাঙা যায় না,
একবার পাশে দাঁড়ালে সে স্থান কখনো খালি হয় না,
হাতে হাত রাখলে সে বন্ধন টিকে থাকে উষ্ণ হৃদয়ে,
পাঁচ আঙুলের অবর্তমানে তারা হারায় না।
কবে জানবে সে?
কবে বুঝবে?
আমার প্রাণের বন্ধুটি, বড় হবে কবে?

রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪

কবিতার মায়াজাল - ৪

 

 

স্বীকারোক্তি

অনল দুহিতা 

 

কার অপরিহার্যতা আছে জীবনে
আর কে নিতান্তই তুচ্ছ,
তা নির্বাচনে বরাবর ভুল হয় আমার।
কেন যে মরিচিকার ঔজ্জ্বল্যে চোখে ধাঁধাঁ লাগে,
কেন যে চেনা হ্ণদয়ের নিরব প্রস্রবণ টের পাইনা,
কেন যে আগন্তুকেরা নিঃশ্বাসের মত আপন হয়ে ওঠে,
আর চেনা মানুষের হাত ছুটে যায় মাঝ রাস্তায়,
খেয়ালি হ্ণদয়ে সে ফোঁকর ধরা দেয়না...

তোমাদের চুপচাপ প্রস্থান টের পাই,
অতটুকু বুঝতে পারি বটে!
কিন্তু চোখ তুলে ডাকবো,
মুখ ফুটে বলবো, ‘অবিযুক্তই থাকি না!’
তা আর হয়ে ওঠে না...।
কেউ আমাকে বাঁধতে পারেনি,
আমিও বাঁধিনি কাউকে।
বাধা পড়ার মত সভ্য যে আর হওয়া হলনা!
তাই প্রস্থান হাসিমুখে মেনে নিই।
মানব হ্ণদয়গুলো থেকে সামলে রাখি নিজেকে।
তোমাদের হ্ণদয়ের ক্ষত আর বড় না হোক,
দীর্ঘশ্বাসগুলো আর ভারী না হোক,
হঠাৎ-এর মুখোমুখিতে ফের অভিমান না জমুক,
তাইতো এ প্রচ্ছন্ন দুরত্ব!

আমার বুকে হাত রেখে স্পন্দনের গতি বুঝতে চেয়োনা।
ভাবলেশহীন চোখে চোখ রেখে ভেতরটা পড়তে যেয়োনা।
ওখানে যে কি ভয়ানক অমাবশ্যা এখন!!

অনন্য

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

`Ashura

Photo: Tormod Ulsberg
The 10th day of Muharram
This Monday (11/03) will insha’Allah mark the 10th day of Muharram, the day of `Ashura. The Prophet ﷺ (peace be upon him) said about `Ashura:
صيام يوم عاشوراء، إني أحتسب على الله أن يكفر السنة التي قبله
“For fasting the day of `Ashura I hope Allah will expiate [sins] thereby for the year that came before it.” (Muslim)
The reason for fasting `Ashura is because this was the day that Allah saved Musa (`alayhi assalam) and the children of Israel from Pharoah, and the Jews at the time of the Prophet ﷺ would fast this day for this reason too (Bukhari).
Ibn `Abbas also quoted the Prophet ﷺ as saying, “If I live next year, I shall also fast on the 9th day,” (Musnad Ahmad). This is in order to distinguish the Muslim practices from the Jewish ones (Tirmidhi). An-Nawawi also mentioned that one of the reasons for fasting the 9th day is as a precaution because of the possibility of error when sighting the new moon. However, it is still permissible to only fast on the 10th day.
It should not be forced on one to fast it, because the Prophet ﷺ said: “Concerning the day of `Ashura, it is not obligatory upon you to fast on it as I do. Whoever wishes may fast and whoever does not wish to is not obliged to do so,” (Bukhari and Muslim). Although who of us doesn’t want all their minor sins expiated?
Please remember to pray for our brothers and sisters all over the world. May Allah accept the fasts and du`a’ of all those who choose to fast. Ameen.

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

এলোমেলো - ১



১)
এসো,
কষ্টগুলো মুছবে চলো,
তিনি যে ডাকছেন তোমায়,
দ্বার এখনো খোলা আছে
তোমার প্রতীক্ষায়।
এসো...

২)
আল্লাহ, যদি কোনদিন আমি আমার আশা আর লক্ষ্য হারিয়ে ফেলি, তাহলে আমায় সেই আত্মবিশ্বাস জাগিয়ো যে আমার তাকদীরে তুমি এমন ভালো কিছু লিখে রেখেছো যা আমি স্বপ্নকেও হার মানায়...

৩)
একটা মানুষ কীভাবে পারে জীবনে এত বই পড়তে? অবাক হই..... খুব হিংসে হয়...খুউউউব।
আর এই তুচ্ছের পড়ার তালিকায় হুমায়ুন, কিছু জাফর ইকবাল, ছোটবেলায় পড়া টিনটিন, চাচা চৌধুরী, বিল্লু, নন্টে ফন্টের মতো কমিকস ছাড়া আর কিছুই নেই। আমারো তো পড়ার নেশা ছিলো; এলোমেলো সব ব্যস্ততার মাঝে কোথায় তা হারিয়ে গেল...

অনেক কিছু করা বাকি এখনো, অনেক কিছু। সময় নষ্ট করার মতো সময়টাও হাতে নেই.....

৪)
কুয়াশার মাঝে আমি হারিয়ে গেলাম,
আর তুমি আমায় পথ দেখালে।
প্রতিটি মুহূর্ত সাথে থেকো মোর,
ভুলি না তোমায় যেন বেখেয়ালে।

৫)
ভাগ্য হলো একটি লিফট আর পরিশ্রম সিঁড়ির ধাপগুলোর মতো। অনেক সময় লিফট হয়তো বা কাজ নাও করতে পারে; কিন্তু সিঁড়ির প্রতিটি ধাপ আপনাকে ধীরে ধীরে শীর্ষে নিয়ে যাবে।

 ৬)
যেখানে আমাদের ইসলামে পূর্ণরূপে প্রবেশের জন্য চেষ্টা করার কথা ছিল, সেখানে আমরা ইসলামকে জীবনের মধ্যে ছোট একটি অংশ বানিয়ে তুলে রেখেছি।

৭)
আশেপাশে কেউ না থাকার মানেই কি নিঃসঙ্গতা? আমারো তো কত মানুষের মাঝে থেকেও নিজেকে একা মনে হয়েছে।

৮)
এখন যেই মাটির ওপর দিয়ে হেটে যাচ্ছি সেই মাটিই একদিন আমার ওপরে অবস্থান করবে। তা সরানোর জন্যে এক বিন্দু শক্তিও এ দেহে থাকবে না। অদ্ভুত, তাইনা?

৯)
মনকে নরম করার অন্যতম উপায় হতে পারে গরীব আর বৃদ্ধ মানুষগুলোর সাথে কিছু সময় কাটানো।

১০)
আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মৃত্যুর পর কিছু মানুষ আমাকে নিয়ে আসলেই কী ভাবে তা জানার। জীবনে হয়তো এই একটা চাওয়াই অপূর্ণ রয়ে যায়।

শনিবার, ১৯ জুলাই, ২০১৪

শেষ দশ রাত, শেষ আশা



রমাদানের শেষ দশ রাতের জন্য কিছু অসাধারণ কিছু টিপসঃ


১। আপনি এ পর্যন্ত যা করেছেন এই শেষ দশদিনে তার প্রভাব ফেলতে দেবেন না। আজ অথবা সামনের কোনোদিনেই হয়তো আপনার জন্য ক্ষমা অপেক্ষা করছে। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আপনি যদি সত্যিই মনে করে থাকেন যে বিগত দিনগুলোতে আপনি আরো অনেককিছু করতে পারতেন তাহলে বাকি এই দিনগুলোতে নিজের সর্বোচ্চটুকু দেয়ার জন্য প্রস্তুত হোন। শুদ্ধ, ইতিবাচক নিয়ত নিয়ে আবার শুরু করুন।

২। আজই একটু সময় নিয়ে সূরা ক্বাদর-এর তাফসীর পড়ুন আর এ রাতে আসলেই কী হয়েছিল তা উপলব্ধির চেষ্টা করুন। আপনি এর প্রবলতা আর মাহাত্ম্য আরো তীব্রভাবে অনুভব করবেন।
 
৩। নিজের পুরো চেষ্টা দেয়ার জন্যে ২৭ রমাদানের অপেক্ষায় বসে থাকবেন না। শেষ দশ রাতের পুরোটাই আপনার লক্ষ্য হবে। ভেবে দেখুন তো, আপনি কি ভুলেও লাইলাতুল ক্বাদর হাতছাড়া করতে চান?


সোমবার, ৩০ জুন, ২০১৪

এসো



এসো,
কষ্টগুলো মুছবে চলো,
তিনি যে ডাকছেন তোমায়,
দ্বার এখনো খোলা আছে
তোমার প্রতীক্ষায়।
এসো...

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

What is Islamic Spirituality?



Islam doesn’t view ‘spirituality’ separately from everyday activities. In Islam everything is ‘spiritual’ because all actions must be in accordance with God’s pleasure. This view comes from the Islamic creed and the Muslim’s understanding of tawhid (the oneness of God).

‘There is no deity worthy of worship except God’ this conviction creates a world view, a perspective and a unique behaviour. It essential means that all actions – from having a shower to picking up litter from the floor – should be referred to the Creator. This establishes a constant awareness, mindfulness and consciousness of God in everything that the Muslim says or does.

বুধবার, ২৫ জুন, ২০১৪

কবিতার মায়াজাল - ৩


শূন্যতার পরিসমাপ্তি
সুপ্ত তাহারাত

আবারো রাত্রিশেষের নরম ভোর            
কড়া নাড়ছে দরজার,
তার আগমনধ্বনি মিশে গেছে
অপেক্ষার ক্রান্তিকালে দাঁড়ানো আমাদের প্রসন্ন তাকবীরে।

জং ধরা হৃদয়ের টুকরাগুলো
ঝলসে উঠুক আরেকবার,
আর চারপাশে মুক্তোর দানা হয়ে ছড়িয়ে থাকা সময়
অপেক্ষায়...
কুড়িয়ে নেয়ার।
তারপর হৃদয়ের সবটুকু ভালোবাসা নিংড়ে দেয়া
অনন্ত প্রেমময়ের প্রতি।
বুঝিবা মহাসিন্ধুর মাঝে একফোঁটা জল
সিক্ত হয়ে উঠা প্রতিটি রগরেশার।

তারপর আবারো অপেক্ষা
শাণিত হয়ে উঠা অব্যর্থ হৃদয়ের,
আরেকটি কালরাত্রির পরাজয়ের সাক্ষ্য হবে বলে।
জুলুমের অন্ধকার ফেটে প্রদীপ্ত হোক সোনালী ভোর,
আর তার আগমনধ্বনি মিশে যাক,
অপেক্ষার ক্রান্তিকালে দাঁড়ানো আমাদের প্রসন্ন তাকবীরে।।

Want to Know What Ramadan’s Really About?

 

By Tanima Mim Hossain

So, what is the first thing you think about when you hear the word “Ramadan”? Oof…Fasting, sleeping all day, yummy iftars (meals to break the fast), and you can be sure that everyone—and I mean everyone—knows what time maghrib (sunset) is. In fact, it is probably the only prayer time people set their alarm clocks to in Ramadan.

But, did you ever learn to look beyond what you see? Did you ever consider that Ramadan might have a grander purpose, a higher aspiration? Let’s read on, shall we?

The month of Ramadan is, of course, the month in which the Glorious Qur’an was sent down from Allah subhanahu wa ta`ala (swt). Heavy stuff, huh? Each and every revelation, every beautiful verse of this magnificent Book was sent down in this month to guide not only a particular region or a group of people, but the whole of humanity; a dedication to the entire human race. It was sent down to us from God Himself. To mankind, from God. No wonder this month has been given such distinction.

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

কবিতার মায়াজাল - ২


কালো চোখের কাসিদা
আল মাহমুদ



ভোরের নদীর মতো মনে হয় তোমাকে কখনো,
কখনো বা সন্ধ্যার নদী, আবছা ছায়ার নিচে
দূর গ্রামে সূর্য ডুবে যায়
পড়ন্ত আলোর মধ্যে প্রকৃতির রহস্যে জড়ানো
আমি দেখি সেই মুখ নত আরও-নত প্রার্থনায়।

ঠাণ্ডা জায়নামাজের বুটিতোলা পবিত্র নকশায়
একটি আরশোলা হাঁটে। এ কার আত্মা, কার প্রাণ?
নাকি কোন মুরতাদ জিন লাঞ্ছনার খাদ্য খুটে খায়
আর শুকনো কাপড়ে দেখে অগ্নিশিখা, নিজেরই সমান।

তোমার সিজদা দেখে এ ঘরের পায়রা ডেকে ওঠে
গম্বুজের ভেতরে যেন দম পায় সুপ্ত এক দরবেশের ছাতি,
কি শীতল শ্বাস পড়ে। শান্ত শামাদানের সম্পুটে
বাতাসের ফুঁয়ে যেন নিভে গেল ফজরের মগ্ন মোমবাতি।

তুমি কি শুনতে পাও অন্য এক মিনারে আজান?
কলবের ভিতর থেকে ডাক দেয়, নিদ্রা নয়, নিদ্রা নয়, প্রেম
সমুদ্রে খলিয়ে অজু বসে থাকে কবি এক বিষণ্ণ, নাদান।
সবারই আরজি শেষ। বাকি এই বঞ্চিত আলেম।

আমার তসবী শুনে হয়তো বা দ্রব হন তিনি
যার হাতে অদৃষ্টের অনিবার্য অদৃশ্য কলম,
কবিরও ভাগ্যের লিপি স্মিতহাস্যে লিখে যান তিনি
অদেখা ক্ষতের দাহে মেখে দেন আশার মলম।

তোমার সালাত শেষে যে দিকেই ফেরাও সালাম
বামে বা দক্ষিণে, আমি ও মুখেরই হাসির পিয়াসী;
এখনও তোমার ওষ্ঠে লেগে আছে আল্লাহ্‌র কালাম
খোদার দোহাই বলো ও ঠোঁটেই, 'আমি ভালোবাসি।'

প্রভুর বিতান থেকে প্রেম আসে আদমের আত্মা হয়ে, নারী
পেরিয়ে নক্ষত্রপুঞ্জ, ছায়াপথ, আণবিক মেঘের কুণ্ডল,
চুইয়ে প্রাণের রস গ্রহে গ্রহে কুয়াশা সঞ্চারি
কবির চোখের মধ্যে হয়ে যায় একবিন্দু জল।

আমার রোদনে জেনো জন্ম নেয় সর্বলোকে ক্ষমা
আরশে ছড়িয়ে পড়ে আলো হয়ে আল্লাহ্‌র রহম,
পৃথিবীতে বৃষ্টি নামে, শষ্পে ফুল; জানো কি পরমা
আমার কবিতা শুধু অই দুটি চোখের কসম।

শুক্রবার, ২০ জুন, ২০১৪

কুরআন বোঝার জন্য ৭টি টিপস


১। সবসময় নিজের নিয়্যাহ-কে(intention) পরিশুদ্ধ করুন।
২। আপনি আরবি ভাষা না বুঝে থাকলে কুরআনের একটি নির্ভরযোগ্য অনুবাদ ব্যবহার করুন।
৩। কখনো একটি আয়াতকে অন্যান্য আয়াত এবং সেই বিষয়ক হাদিস থেকে বিচ্ছিন্ন করে অধ্যয়ন করবেন না।
৪। রাসুল (স.) ও সাহাবিগণের ব্যাখ্যাকে অগ্রাধিকার দিন।
৫। কোন আয়াত বা সুরা নাযিলের পেছনে কোন বিশেষ কারন বা ঘটনা থাকলে সেদিকে খেয়াল রাখুন এবং তার প্রাসঙ্গিকতা উপলব্ধি করার চেষ্টা করুন।
৬। ফিকহ ও আকীদা সম্পর্কিত আয়াতসমূহ সবসময় একজন আলিমের সাথে বসে স্পষ্ট করে নিন।
৭। কুরআনকে আরো গভীরভাবে বোঝার জন্য এর নীতি/তত্ত্বসমুহের বিষয়ে জ্ঞান অর্জন করুন।


[মূল লেখাঃ http://myummah.co.za/ ]

শুক্রবার, ৬ জুন, ২০১৪

Another Mother of the Believers


 [By Hamza Yusuf ]

The land of Chinguett, more commonly known to the English-speaking world as Mauritania, is renowned for producing great scholars, saints, and erudite women of note. Scholars traveling to Mauritania have noted that “even their women memorize vast amounts of literature.” Mauritanian women have traditionally excelled in poetry, seerah, and genealogy, but some who mastered the traditional sciences were considered scholars in their own right.

Maryam Bint Bwayba, who memorized the entire Qur’an and the basic Maliki texts, was one such Mauritanian woman worthy of note. I had the honor of knowing Maryam, a selfless and caring woman, and the noble wife of Shaykh Murabit al-Hajj, having first met both of them twenty-five years ago in a small tent in the remote spiritual community of Tuwamirat in Mauritania.

My journey to that destination began four and a half years earlier, in 1980, at a bookstore in Abu Dhabi, where I met Shaykh Abdallah Ould Siddiq of the renowned Tajakanat clan. I knew immediately he was from West Africa, given the dir’ah, the distinct West African wide robe he was wearing, as well as the turban, a rare sight in the Gulf at that time. I had met scholars from West Africa when I was in Mali two years before and was interested in studying with them, so I asked the shaykh if he knew anyone who taught the classical Maliki texts in the traditional manner. He affirmed that he himself was a teacher of that very tradition, gave me his number, and said I was welcome anytime to come to his house for lessons. That began my Islamic education in earnest.

শনিবার, ৩১ মে, ২০১৪

কবিতার মায়াজাল - ১

ঝরোকা 
ফররুখ আহমদ

সকল রুদ্ধ ঝরোকা খুলে দাও
খুলে দাও সকল রুদ্ধ দরোজা।
আসুক সাত আকাশের মুক্ত আলো
আর উচ্ছল আনন্দের মত
বাগে এরেমের এক ঝাঁক মৌমাছি .. ..
যেন এই সব পাথরের ফুলের মাঝখান থেকে
আমি চিনে নিতে পারি
রক্তমনির চেয়েও লাল সুনভিত
একটি তাজা রক্ত গোলাপ;
আমার ব্যথিত আত্মা আর্তনাদ করে উঠলো
দাউদের পুত্র সোলায়মানের মতো
কেননা দ্বিধা-দ্বন্দ্বের আকাশ আছে পৃথিবীতে
চিরন্তন শুধু সত্যের অন্বেষা।

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

ইসলাম এবং আমি - নু'মান আলি খান



(লেখাটা নিজেই অনুবাদ করা শুরু করেছিলাম। আজকে চোখে পড়লো আমার আগেই কোন এক ভাই সুন্দর করে অনুবাদ করে রেখেছেন। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। )

ইসলামের পথে আমার যাত্রার গল্প হয়তো অনেকের সাথেই মিলে যাবে। আমার জন্ম ও বেড়ে ওঠা একজন মুসলিম হিসেবেই। আমার যখন ১৫ বছর বয়স, তখন আমার পরিবার ইউনাইটেড স্টেটসে চলে আসে। কয়েক বছরের মাঝেই সঙ্গ আর পরিবেশের প্রভাবে ধর্ম আমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে তো গেলই, সেই সাথে আমি ধর্মের প্রতি অবিশ্বাসী হয়ে উঠলাম, বিশেষ করে কয়েকটা দর্শন (ফিলোসফি) ক্লাস করার পর।

আমার মনে হয়, দীনের পথে আমার ফিরে আসার যাত্রাটা একটা ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল। ১৯ বছর বয়সে যখন আমি ইসলামের প্রকৃত মানে কি সেটা জানা আবিস্কার করা শুরু করলাম, তখন আমি নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক একটা চমৎকার জায়গা। সম্ভবত পৃথিবীর সবচেয়ে বৈচিত্রপূর্ণ জায়গাগুলোর মাঝে একটা। সেখানে আমি অনেকগুলো গ্রুপের সাথে মিশেছিলাম, যারা সবাই নিজেদের সুন্নী ইসলামের প্রতিনিধি বলে দাবী করত।

আমি যখন কোন একটা গ্রুপের স্টাডি সার্কেলে বসতাম, তখন আমি প্রায়ই "অন্য" গ্রুপগুলোর বিভ্রান্তি সম্পর্কে শুনতে পেতাম। হয়তো রাস্তার ঠিক ওপারে থাকা "অন্য গ্রুপটা" যে কতটুকু নষ্ট, বিভ্রান্ত, বিপথগামী, এমনকি তারা আমার নিজের পরিত্রাণের জন্য কতটা বিপজ্জনক, এসব প্রায়ই আমার কানে আসত। ভালর জন্য হোক কিংবা খারাপের জন্য হোক, আমি শেখার জন্য একটা নিয়ম দাঁড় করিয়ে ফেললাম যে আমি দুই গ্রুপের কথাই শুনে দেখব। এরকম কোন "বিচ্যুত" গ্রুপের (অন্যদের চোখে) কথা আমার কানে আসলেই আমি সেই "বিচ্যুত" লোকগুলোর সাথে দেখা করে তাদের সাথে কথা বলতাম, যাতে তারা আসলে কি বলেছে সেটা সরাসরি তাদের মুখ থেকেই শুনতে পারি। এখন আমি বুঝতে পারছি যে, সে বয়সে সেটা করা অনেক বিপদজনক কাজ ছিল, কিন্তু ইসলামের পথে ফিরে আসার জন্য সেটাই ছিল আমার প্রথম পদক্ষেপ।

রবিবার, ১৮ মে, ২০১৪

বিষণ্ণ তারুণ্য, মুগ্ধ কৈশোর


সাহিত্য টাইপের আলাপ করিনা এখন। অথচ সাহিত্য যেন একসময় রীতিমতন পানির সাথে গুলেই খেতাম। শরৎবাবুর উপন্যাস নিয়ে অনেকগুলো রাতে ঘুমাতে গেছি, বহুদিন শ্রীকান্তের সাথে লম্বা লম্বা পথ পাড়ি দিয়েছি। পথের দাবী পড়তে গিয়ে অনেকবার প্রতিবাদী হয়ে সমাজকে সমান করে দেবার স্বপ্ন দেখেছি। মেজদিদির চোখের জল মুছে দিয়েছি মনে মনে অনেকবার, কেঁদেছি বড় দিদির জন্য -- সে-ই আমার কৈশোর! সেই কিশোর মুগ্ধ আত্মায় ক্যাপটেন হ্যাটেরাসের সাথে মেরু অভিযানে গিয়েছে, ক্যাপটেন নিমোর সাথে সাগরতলে গিয়েছে, লাবন্য আর অমিতের চিঠি-কবিতায় উদাস হয়ে অমিত হয়েছে। কল্পনার লাবন্যকে কতশত চিঠি যে কেবল লিখে খসড়া হয়েছে তার হিসেব নেই। নৌকাডুবির হেমনিলিনীর কথা ভেবেও কষ্ট লাগে এখনো। লা মিজারেবলের জাঁ ভালজার কথা পড়ে কেঁদে বইয়ের পাতা ভিজিয়ে ফেলেছিলাম। রবিনসন ক্রুসোর সাথে দ্বীপে আমি মানুষখেকোদের আতঙ্কে লুকিয়ে থেকেছি একটানা অনেকদিন গুহার ভেতরে।

আমার কৈশোর ছিলো মুগ্ধতায় ভরপুর। জুলভার্নের সাথে জল-স্থল-অন্তরীক্ষে ভ্রমণ করেছি, কখনো হুমায়ূন আহমেদ, কখনো শরতচন্দ্র, কখনো রবীন্দ্রনাথের কবিতা, কখনো জীবনবাবুর সাথে ধানখেতের পাশে বকের ওড়াওড়ি, জোনাকপোকার জ্বলে যাওয়া, কখনো আর্থার কোনান ডয়েলের জগতে ওয়াটসন আর শার্লক হোমসের সাথে গিয়েছি রহস্য সমাধান করতে। এসব অনুভূতিদের সেই আবেগ অকৃত্রিম, মানবিক, ভালোবাসার ছিলো।

শনিবার, ১০ মে, ২০১৪

হৃদয়ছোঁয়া কিছু কথা- ২


◆ “Many times in life I've regretted the things I've said without thinking. But I've never regretted the things I said nearly as much as the words I left unspoken.”
― Lisa Kleypas, Sugar Daddy

◆ When you're all alone and you commit a sin, what's greater than the sin is your thinking that you were alone #muraqaba

- Omar Suleiman (Official Facebook Page)

◆ A sign that Allah wants to give us a chance to come back to Him wholeheartedly is that He has allowed us to wake up today. Seize the opportunity.
― AbdelRahman Murphy (Official Facebook Page 2/4/14 )

◆ “When you are sorrowful look again in your heart, and you shall see that in truth you are weeping for that which has been your delight.”
― Kahlil Gibran

◆ You can accept or reject the way you are treated by other people, but until you heal the wounds of your past, you will continue to bleed. You can bandage the bleeding with food, with alcohol, with drugs, with work, with cigarettes, with sex, but eventually, it will all ooze through and stain your life. You must find the strength to open the wounds, stick your hands inside, pull out the core of the pain that is holding you in your past, the memories, and make peace with them.
~ Iyanla Vanzant

◆ Without love, everything is the same. So love the One who is excessively loving (al-Wadud), the One who created everything (al-Khaliq). How can we not love the One who created love? It is like receiving financial support from a friend for years, only to start thanking the money and not your friend.
~ Hamza Tzortzis

◆ It's not about being noticed by others, or being remembered by loved ones. It's all about being loved by Allah so remember Him
~Shupto

শুক্রবার, ৯ মে, ২০১৪

Think, dear Sir, of the world that you carry inside you, and call this thinking whatever you want to: a remembering of your own childhood or a yearning toward a future of your own  only be attentive to what is arising within you, and place that above everything you perceive around you. What is happening on your innermost self is worthy of your entire love; somehow you must find a way to work at it, and not lose too much time or too much courage in clarifying your attitude toward people.

 ……………if there is nothing you can share with other people, try to be close to Things; they will not abandon you; and the nights are still there, and the winds that move through the trees and across many lands; everything in the world of Things and animals is still filled with happening, which you can take part in; and children are still the way you were as a child, sad and happy in just the same way  and if you think of your childhood, you once again live among them, and the grownups are nothing, and their dignity has no value.

~ Rainer Maria Rilke,
Letters To A Young Poet ( Letter six )

হৃদয়ছোঁয়া কিছু কথা-১



◆ “It’s amazing how a little tomorrow can make up for a whole lot of yesterday.”
— John Guare, Landscape of the Body

◆ Love is nothing without action. Trust is nothing without proof. Regret is nothing without change.
 — Unknown

◆ “We can never judge the lives of others, because each person knows only their own pain and renunciation. It’s one thing to feel that you are on the right path, but it’s another to think that yours is the only path.”
— Paulo Coelho

◆ “When you find your path, you must not be afraid. You need to have sufficient courage to make mistakes. Disappointment, defeat, and despair are the tools God uses to show us the way.”
— Paulo Coelho (Brida)

◆ “Nothing in the world is ever completely wrong. Even a stopped clock is right twice a day.”
— Paulo Coelho (Brida)

◆ People who live at home – you may hate those mini lectures that your parents give you, but wallahi when you leave the nest, you miss them.
― AbdelRahman Murphy (Official Twitter account)
You are so young, so much before all beginning, and I would like to beg you, dear Sir, as well as I can, to have patience with everything unresolved in your heart and to try to love the questions themselves as if they were locked rooms or books written in a very foreign language. Don’t search for the answers, which could not be given to you now, because you would not be able to live them. And the point is, to live everything. Live the questions now. Perhaps then, someday far in the future, you will gradually, without even noticing it, live your way into the answer.

~ Rainer Maria Rilke,
Letter To A Young Poet (Letter four)

Works of art are of an infinite solitude, and no means of approach is so useless as criticism. Only love can touch and hold them and be fair to them.  Always trust yourself and your own feeling, as opposed to argumentations, discussions, or introductions of that sort; if it turns out that you are wrong, then the natural growth of your inner life will eventually guide you to other insights.

….. Being an artist means: not numbering and counting, but ripening like a tree, which doesn’t force its sap, and stands confidently in the storms of spring, not afraid that afterward summer may not come. It does come. But it comes only to those who are patient, who are there as if eternity lay before them, so unconcernedly silent and vast. I learn it every day of my life, learn it with pain I am grateful for: patience is everything!


~ Rainer Maria Rilke,
Letters To A Young Poet (Letter Three)
…in the deepest and most important matters, we are unspeakably alone; and many things must happen, many things must go right, a whole constellation of events must be fulfilled, for one human being to successfully advise or help another.

~ Rainer Maria Rilke,
Letters To A Young Poet (Letter two)

আম্মু, দেখি তোমার পায়ের নীচে, ওখানে নাকি আমার বেহেশত??


‘মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত’-প্রথম শুনেছিলাম শাহওয়ালীউল্লাহ স্কুলে ইসলামিয়াত ক্লাসে। খুব সম্ভব থ্রী বা ফোরে পড়ি তখন। বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু, তোমার পায়ের নীচে বলে আমাদের বেহেশত? কোথায় দেখি তোমার পায়ের নীচে? আম্মু খুব হেসেছিলো। আম্মু যখন প্রাণখুলে হাসে তখন অদ্ভুত সুন্দর লাগে আম্মুকে। আমার স্পষ্ট মনে আছে আম্মু হাসতে হাসতে বলেছিলো ‘আমার সাথে দুষ্টামী করস? সত্যি সত্যি আমার পায়ের নীচেই কিন্তু তোদের বেহেশত’!
কথাটা এতবার শুনেছি যে, মায়ের পায়ের নীচে আসলেই যে সন্তানের বেহেশত, এর অর্থই বা কী, কেনই বা এটা বলা হয়েছে- তেমন আলাদাভাবে কখনো চিন্তা করিনি। উলটা জীবনের একটা সময়ে আম্মু ছিলো আমার সবচে’ বড় দুশমন। সবভাইবোনদের মধ্যে খুব সম্ভব আমি হচ্ছি সবচে’ বেশী স্বাধীনচেতা। আমাকে নিয়ে তাই আব্বুম্মুর ঝামেলার কোনো কমতি ছিলোনা। আম্মু প্রথম শত্রু হয়ে উঠেছিলো জোড় করে মাদ্রাসায় পড়তেই হবে এই সিদ্ধান্ত নেয়ার পর। বড়ভাইয়া, আমি, আমাদের সব ভাইবোনদেরকে আম্মু মাদ্রাসায় পড়াবেই! আরে কী মুশকিল! এটা কী ডিক্টেটরশীপের জমানা নাকি?? তুমি নিজে পড়েছো স্কুলে-কলেজে-ইডেনে-ঢাকা ইউনিভার্সিটিতে, আর এখন আমাদেরকে পড়াবা মাদ্রাসায়!!! এটা কী ধরনের কথা?? তোমার কথা মত দাখিল পর্যন্ত তো পড়ছি, এইবার আমাকে আমার মত পড়তে দাও। নাহ, কে শুনে কার কথা!

Unlock the heart



- أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا -
“Then do they not reflect upon the Qur’an, or are there locks upon [their] hearts?” – Surah Muhammad: 24
Whenever I come across this verse, the word ‘aqfaaluha‘ (locks) seems to jump out at me. If you read the Arabic, you’ll notice the attached pronoun ‘haa’ on the word aqfaal and this pronoun means ‘hers’, or in this case, ‘its’. So the verse actually becomes: “…are there upon the hearts, its locks?”
If you re-read the verse, taking this particle (‘haa’) into consideration, a greater picture will emerge for you: that every heart has a lock, and those who cannot reflect or ponder over the Qur’an have fallen into a state where the locks of their hearts are closed. The Qur’an is what breaks these locks, and sets the hearts free. And we can bring many a key to open our locked hearts, but only one key has been designed to break the locks of our hearts
May Allah open up His Book for us, grant us insight into its deep meanings, and open our hearts to it and by it, ameen.

[Courtesy: |~| Fajr Blog |~| ]

Let Us Begin The Journey Home


It is time to start the journey, we have seen enough of this world, it is time to see another
These two gardens may be beautiful, but let us pass beyond them and go to the gardener.
Let us kiss the ground and flow like a river towards the ocean.
Let us go from this valley of tears.
Let us bring the color of blossom to our pale faces.
Our hearts shiver like autumn leaves about to fall.
In this world of dust, there is no avoiding pain or feeling exiled.
Let us become like beautifully colored birds and fly to the sweet land of paradise.
Everything is painted with the brush of the invisible one, let us follow the hidden signs and find the painter.
It is best to travel with companions, on this perilous journey.
We are like rain splashing on a road, let us find our way down the spout.
We are like an arched bow with the arrow in place, let us become straight and release the arrow towards the target.
Let us begin the journey home.
 
 ~ Rumi
ভালোবাসার এত আদিখ্যেতা সবাই কীভাবে করে? লাশের শহরে, এই ক্ষয়ে যাওয়া নীতির শহরে ভালোবাসা নিয়ে গান গাওয়া কেমন যেন নির্লজ্জতা লাগে। শিরোনামহীনের গানটা গেয়ে একটু হালকা হইতে ইচ্ছা করলো এইমাত্র
আনে তোমার চোখ ভালোবাসা, আমি বুড়ো কবিতার মত চুপচাপ।
যেখানে তোমার চোখ খুনী, আমি খুন হই… প্রতিদিন।
চোখের ভালোবাসা দেখতে যাওয়া হারাম, পাপ। আর হালাল উপায়ের আগেই কয়েক কোটি সমস্যা। হাহাহাহা। সবকিছুর স্রষ্টার কাছে আমি আর্জি রাখবো তার প্রতি ভালোবাসার দাবীতে। জনমে না হলেও, পরকালে অন্তত এইসব পাজলের সলিউশান যেন তিনি আমাকে বুঝিয়ে দেন। যদি একটা বুঝে অপরটা না বুঝতাম, তাইলে খারাপ লাগত না। দুইটাই কেন আমার পাইতে ইচ্ছা করবে। তাও আবার নিস্পাপ ইচ্ছাগুলা।
আমি তো স্রষ্টার থাম্বরুল শিখছি — তার যে সবকিছু সৃষ্টি, সেইটার অ্যাকনলেজ করতে হবে। আর তার সৃষ্টির যেমন ‘ফ্রি’ থাকার কথা, ইজি থাকার কথা যতক্ষণ সে অন্যের ক্ষতি না করতেসে, তারে থাকতে দিতে হবে।
আমি তো দুইটা মিলাইতেই চাইসি, তারপরেও এত গ্যাপ কেন? এই পাজলের সলভ কোথায়?
দয়া করে নেইভ টক মারতে আসা ধার্মিকরা দূর হউন। আপনাদেরকে আমি তোতাপাখি ছাড়া কিছু মনে করিনা। তোতাপাখিকেও লভ করি, আপনাদেরকেও করি।

~ নিঃশব্দ অরণ্য


(কথাগুলো আমার মধ্যেও নাড়া দেয় মাঝে মাঝে… )

To all those who have ever felt like prisoners, at the mercy of a mood: Here is what I’ve learned. Our state will never be constant in this life. It will always go up and down. For the highly sensitive and intense ones, they will more severely go up and down. But that’s just part of the package. It’s a beautifully packaged, double-edged sword. The key to success is not letting the waves own you, by holding on to solid land. The only solid land is God. And you can only hold onto Him through your prayers, remembrance, and worship. Hold on to these things for dear life–regardless of the broken state you may be in at that moment. When you do that, you will be able to ride the massive, and often crushing, waves of your life–instead of drowning in them.

কৃতজ্ঞ হন



“প্রতিটি মানুষ যারা আপনার জীবনযাত্রার অংশ হয়েছিল তাদের জন্য কৃতজ্ঞ হন। যারা আপনাকে কষ্ট দিয়েছে। যারা আপনাকে সাহায্য করেছে। সেই মানুষগুলো যারা আপনার জীবনে এসেছিল আর যারা চলে গিয়েছিল। তাদের সকলের কারণেই আপনি কিছু না কিছু শিখেছেন। এক মুহূর্তের জন্যেও ভাববেন না যে এ সবকিছু উদ্দেশ্যহীনভাবে হয়েছে। কোন কিছুই আল্লাহ্‌র দৃষ্টির অগোচরে হয়না। নিপুণ সব অধ্যায় দিয়ে প্রতিটি অনন্য জীবনকাহিনী তাঁরই সাজানো।”

 ~ইয়াসমিন মোজাহেদ

দুঃখ করোনা



“এই স্থান তোমার হৃদয়কে ভাঙার জন্যে বানানো হয়েছে, এটা সেভাবেই সাজানো হয়েছে। যদি তুমি এই দুনিয়ায় সুখী হবার পথ খোজ, তাহলে তুমি ভুল জায়গায় আছ। আর তোমাকে বুঝতে হবে যে সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। আল্লাহকে ভুলে গেলে তুমি এমনিতেই অবসাদে ভুগবে। তোমার মনে হবে সবকিছু অন্ধকার আর মলিন; না! আমরা এতে বিশ্বাস করিনা, আমার বিশ্বাস করি Happy Ending এ। চারিদিক যতই বিবর্ণ মনে হোক না কেন, এটা দুনিয়া। দুনিয়ার অর্থ তুমি সবচেয়ে নিকৃষ্ট স্থানে বাস করছ। আমরা সবচেয়ে নিচুতে আছি, এখান থেকে কেবল ওপরেই ওঠা যায়। আমরা দুঃখ-কষ্ট পাবোই, কারণ এটাই দুনিয়ার প্রকৃতি। কিন্তু এরসাথে তোমার দ্বীনকে জড়িয়ো না। এটাও একটা নিয়ামত। তুমি চাকরি হারিয়েছো, তখনো বলো, “আলহামদুলিল্লাহ, আমার নামায miss হয়নি”, “আলহামদুলিল্লাহ, আমি আমার ইমান হারাইনি”, “আলহামদুলিল্লাহ,এখানে ওযু আর নামাযের জায়গা আছে”। কারণ, চাকরি চলে গেলে আবার আসবে। কিন্তু দ্বীন যদি একবার হারিয়ে যায় তাহলে আল্লাহই ভাল জানেন তুমি তা আর ফিরে পাবে কিনা। যতক্ষণ তোমার দুর্দশা এই দুনিয়ায় ততক্ষণ এটা তোমার জন্যে নিয়ামত। কেননা ‘প্রকৃত দুর্দশা’ তো এর পরের জীবনের দুর্দশা ……”

(যখন কিছু কষ্টের মধ্যে ছিলাম তখনই শাইখ হামজা ইউসুফের এই কথাগুলো শুনতে পেলাম। আলহামদুলিল্লাহ)

১৭ সেপ্টেম্বর, ২০১৩