শুক্রবার, ৯ মে, ২০১৪

দুঃখ করোনা



“এই স্থান তোমার হৃদয়কে ভাঙার জন্যে বানানো হয়েছে, এটা সেভাবেই সাজানো হয়েছে। যদি তুমি এই দুনিয়ায় সুখী হবার পথ খোজ, তাহলে তুমি ভুল জায়গায় আছ। আর তোমাকে বুঝতে হবে যে সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। আল্লাহকে ভুলে গেলে তুমি এমনিতেই অবসাদে ভুগবে। তোমার মনে হবে সবকিছু অন্ধকার আর মলিন; না! আমরা এতে বিশ্বাস করিনা, আমার বিশ্বাস করি Happy Ending এ। চারিদিক যতই বিবর্ণ মনে হোক না কেন, এটা দুনিয়া। দুনিয়ার অর্থ তুমি সবচেয়ে নিকৃষ্ট স্থানে বাস করছ। আমরা সবচেয়ে নিচুতে আছি, এখান থেকে কেবল ওপরেই ওঠা যায়। আমরা দুঃখ-কষ্ট পাবোই, কারণ এটাই দুনিয়ার প্রকৃতি। কিন্তু এরসাথে তোমার দ্বীনকে জড়িয়ো না। এটাও একটা নিয়ামত। তুমি চাকরি হারিয়েছো, তখনো বলো, “আলহামদুলিল্লাহ, আমার নামায miss হয়নি”, “আলহামদুলিল্লাহ, আমি আমার ইমান হারাইনি”, “আলহামদুলিল্লাহ,এখানে ওযু আর নামাযের জায়গা আছে”। কারণ, চাকরি চলে গেলে আবার আসবে। কিন্তু দ্বীন যদি একবার হারিয়ে যায় তাহলে আল্লাহই ভাল জানেন তুমি তা আর ফিরে পাবে কিনা। যতক্ষণ তোমার দুর্দশা এই দুনিয়ায় ততক্ষণ এটা তোমার জন্যে নিয়ামত। কেননা ‘প্রকৃত দুর্দশা’ তো এর পরের জীবনের দুর্দশা ……”

(যখন কিছু কষ্টের মধ্যে ছিলাম তখনই শাইখ হামজা ইউসুফের এই কথাগুলো শুনতে পেলাম। আলহামদুলিল্লাহ)

১৭ সেপ্টেম্বর, ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন